রাবিতে প্রতিপক্ষ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগীয় ফুটবল ম্যাচে স্লেজিংকে কেন্দ্র করে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এই সহিংসতা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতরা হলেন আইনের শিক্ষক মাহফুজুর রহমান এবং তানজিল ও তোফায়েলসহ দুই বিভাগের নয়জন শিক্ষার্থী।

মঙ্গলবার আইন বিভাগের চেয়ারপারসন ডা. সাঈদা আঞ্জু বলেন, “আমি আহত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে আছি। আমাদের শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।”

সংঘর্ষ কভার করতে গিয়ে মারধরের শিকার হন বনিক বার্তার রাবি প্রতিনিধি আবু সালেহ শোয়েব। তিনি অভিযোগ করেন যে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তার ফোন ছিনিয়ে নেয়, তাকে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করে এবং তার আইডি কার্ড ছিঁড়ে ফেলে। হামলার শিকার হয়েছেন আরও কয়েকজন সাংবাদিক।

পরে পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-16 খেলা চলাকালীন সংঘর্ষের সূত্রপাত হয়, যেখানে মার্কেটিং বিভাগ আইন বিভাগকে এক গোলে পরাজিত করে। খেলা চলাকালীন, উভয় পক্ষের দর্শকরা একে অপরকে “প্রতারণা” বলে অভিযুক্ত করে শ্লোগান দেয়, যার ফলে মৌখিক ঝগড়া হয়।

খেলা শেষে আইন বিভাগের দল প্রথমে স্টেডিয়াম ত্যাগ করে, তারপর মার্কেটিং বিভাগ।

তবে স্টেডিয়ামের গেটে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ আবারো শুরু হয়, যা পাথর নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যন্ত গড়ায়।