লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে জানতেন না টিউলিপ: স্বাধীন উপদেষ্টা লাউরি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ফ্ল্যাটের উৎস সম্পর্কে টিউলিপ সিদ্দিকি অবগত ছিলেন না বলে জানিয়েছেন মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। টিউলিপের বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাঠানো চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়, লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকি লন্ডনের কিংস ক্রসে যে ফ্ল্যাটে বাস করতেন, সেটি তাকে উপহার দেওয়া হয়েছিল। এই উপহারের পেছনে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ। তবে লাউরি ম্যাগনাস জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকি ধারণা করেছিলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনে দিয়েছিলেন। যদিও ভূমি রেজিস্ট্রি ফর্মে তার স্বাক্ষর রয়েছে, তবুও তিনি ফ্ল্যাটের প্রকৃত উৎস সম্পর্কে জানতেন না।

এছাড়া, ২০১৩ সালে টিউলিপ সিদ্দিকির রাশিয়া সফর নিয়ে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে লাউরি ম্যাগনাস ব্যাখ্যা দেন। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার সঙ্গে একটি ছবি থাকলেও, টিউলিপ সিদ্দিকি বাংলাদেশ ও রাশিয়ার কোনো সরকারি আলোচনায় বা চুক্তিতে জড়িত ছিলেন না। এই বিষয়গুলোকে ফেস ভ্যালু হিসেবে গ্রহণ করা হয়েছে।