লস অ্যাঞ্জেলেসে দাবানল: বাড়ছে বাতাস, নতুন শঙ্কা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। সান্তা অ্যানা ঝোড়ো বাতাস দাবানল ছড়িয়ে পড়ার প্রধান কারণ। গত সপ্তাহে বাতাসের গতি কিছুটা কমলেও ফের গতি বাড়ার আশঙ্কা রয়েছে, যা দাবানলের বিস্তার বাড়িয়ে তুলতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৭০ মাইল পর্যন্ত বাড়তে পারে।
লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার শুরু হওয়া দাবানলে প্যালেসেইডস এলাকায় ২২ হাজার একর পুড়েছে, যার মধ্যে আরও এক হাজার একর নতুন করে দাবানলের আওতায় এসেছে। এই দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ছয় দিনে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যা নিউইয়র্কের ম্যানহাটান এলাকার আড়াই গুণ। স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।
দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এবং আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ১ লাখ ৫৩ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে, এবং আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে বাতাসের অনুকূল পরিস্থিতি না থাকায় এটি আরও দীর্ঘায়িত হতে পারে।