লেবু ও আদার দাম বাড়ছে রমজানকে কেন্দ্র করে
শবে বরাতের দিন থেকে বেড়েছে লেবুর দাম। এক হালি দেশি লেবু ৬০ টাকা, ছোট জাতের এলাচি লেবুর হালি ৪০ টাকা। এলাচি বড় জাতের লেবু ৫০ টাকা। আদার দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ১১০ টাকার আদা বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চায়না রসুনের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে বর্তমানে ২৪০ টাকা।
আরও পড়ুনঃ সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণহীন
এদিকে নতুন দেশি রসুন বাজারে আসায় বাজারে দেশি রসুনের দাম ১০০ টাকা কমেছে। বর্তমানে দেশি রসুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডালের দাম আগের মতোই আছে, মটর ডাল ১৪০, মসুর ডাল ১১০ টাকা, চিকন ১৩৫ টাকা। বুটের ডাল ১২০ টাকা।
>