শাবিপ্রবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

বাংলা ব্লকেড কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ আন্দোলনকারীদের। তবে পুলিশের দাবি, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

মিছিলটি নিয়ে শাবিপ্রবি ফটকে গেলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান করে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ আন্দোলকারীদের উপর লাঠিচার্জ করে। এসময় ‘বাংলা ব্লকেড’ অবস্থান কর্মসূচি থেকে সরে এসে রাস্তা থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান। পরে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।