শিমুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামবাংলার প্রকৃতি রাঙিয়ে ফুটছে শিমুল ও পলাশ ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই আগুন রাঙা শিমুল ফুল মন কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। বাতাসে ভাসছে আনন্দ-আভা। গাছে গাছে সবুজ পাতা, মুকুল, ফুল আর কোকিলের কুহুকুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের বার্তা।
সরেজমিন ঘুরে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার প্রধান সড়কে কিছু পলাশ-শিমুল রয়েছে। এসব গাছের ফুল প্রকৃতির শোভা বাড়াচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে গুটি কয়েক শিমুল গাছে ফুল দেখা গেলেও বর্তমানে কালের বিবর্তনে গ্রামবাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে তা।
আরও পড়ুনঃ বিয়ের বাজার করতে গিয়ে প্রাণ দিলেন চাচাতো ভাই ও বর
মূলত প্রকৃতিতে শিমুল গাছ এমনিতেই জন্মায়। একসময় শিমুল গাছ অর্থনৈতিকভাবে লাভজনক ছিল। অনেকে নিজের গাছের তুলা দিয়ে তৈরি
করত লেপ, তোশক, বালিশ। গ্রামের দরিদ্র মানুষ শিমুলের তুলা কুড়িয়ে বিক্রি করত। অর্থনৈতিকভাবে গুরুত্ব হারানোয় ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল ও পলাশ গাছ।
কমলগঞ্জ সরকারি স্কুলের বাংলার শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বসন্ত মানেই শিমুল ও পলাশ ফুল। এবারের বসন্ত ঘুরে আসতেই কমলগঞ্জ উপজেলায় শিমুল গাছগুলোতে আগুন রাঙা নতুনরূপে সেজেছে প্রকৃতি। কমলগঞ্জের লেখক ও গবেষক আহমদ সিরাজ বলেন, শিমুল ফুল না ফুটলে যেন বসন্ত আসে না।
>