সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র রিমান্ডে

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সোয়াদ ইমরুল সাহেদ সাবেক মন্ত্রীকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দিন হোসেন রিমান্ড মনজুর করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৪ আগস্ট আন্দোলনের সময় তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমিজ উদ্দিন রূপ (২১) গুলিবিদ্ধ হন।

পরে ওই ছাত্রীর বাবা একেএম রকিবুল আহমেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন।