সিলেটে আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ছাত্র জনতার গণমিছিল’কে কেন্দ্র করে সংঘর্ষে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আহত শিশুর নাম শফিক আলী (১২)। তার বাড়ি সুনামগঞ্জে। তবে সে পরিবারের সাথে নগরের আখালিয়া এলাকায় থাকে।
বিকেল সাড়ে ৫টার দিকে আখালিয়া নতুন বাজার রাস্তায় সে আহত হয়। তার শরীরে ছিটাগুলি লেগেছে বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে আখালিয়ায় এলাকা। এতে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আটক হয়েছেন আটজন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, সিলেটে সংঘর্ষে আজ কেউ মারা যায়নি। মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে।
>