সিলেটে বাবার জন্য গান
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন ছাত্র শোভন দেব।
শোভন দেবের বাবা ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের সিএমসি ভ্যালুরেতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই রোগের চিকিৎসার জন্য তার বিপুল অর্থের প্রয়োজন। এখন পর্যন্ত উনার চিকিৎসার জন্য ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা। বাবার ক্যান্সার এখন প্রথম অবস্থায় আছে।ডাক্তার বলেছেন ভালোভাবে ট্রিটমেন্ট হলে সেরে উঠা সম্ভব। পুরো চিকিৎসার জন্য
২০ লক্ষ টাকার প্রয়োজন।
বাবাকে বাচানোর জন্য ছেলে শোভন সিলেটে কবি কাজী নজরুল অডিটোরিয়াম একটি গানের অনুষ্ঠানের আয়োজন করবে।
সেই অনুষ্ঠানে ছেলে শোভন তার বাবার জন্য গাইবে গান এবং সবার কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া,আশীর্বাদ চাইবে
তার বাবার সুস্থতার জন্য সিলেটের এর বিভিন্ন সংঘটন এগিয়ে এসেছে।সবাই সবার সামর্থ্য অনুযায়ী বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে
>