সিলেট বিভাগে বিএনপির রাজনীতি অনেকটা বিদেশনির্ভর

বিএনপির  সাংগঠনিক ইউনিট কমিটিতে অর্থের ছড়াছড়ি। কমিটির পদ ভাগাভাগিতে গলাগলি থাকলেও, নেতাদের বেশির ভাগই আন্দোলন প্রশ্নে জড়িয়েছেন দলাদলিতে। ফলে মহানগর, জেলা-উপজেলার তৃণমূল পর্যন্ত রয়েছে কোন্দল।

আন্দোলন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর এ মূল্যায়ন করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেট বিভাগে একটি মহানগর ও চারটি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে। প্রভাবশালী নেতা ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পর এ বিভাগের নেতৃত্বে আসেন এম ইলিয়াস আলী। এক যুগের বেশি সময় তিনিও নিখোঁজ। সাইফুর রহমানের পর সিলেট বিএনপির অভিভাবক বলা হতো মোহাম্মদ আবদুল হককে (এম এ হক)। ২০২১ সালে তার মৃত্যুর পর থেকে অভিভাবকহারা বিএনপি। যদিও হাল আমলে সাবেক মেয়র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী লাইম লাইটে এলেও তাকে কোণঠাসা করতে তৎপর আরেক অংশ