সৌদি ভ্রমণে লাগবে না মেনিনজাইটিস টিকা

ওমরাহর জন্য সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ)। এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম খালিজ টাইমস। এর আগে গত মাসে ওমরাহ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করা হয়।

ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা ও সনদ দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় আগের নির্দেশনার পর। টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাইয়ের জন্য তৈরি করা হয় ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেমও। সৌদি আরবের নতুন নির্দেশনা আসায় এর প্রয়োজনীয়তা কমেছে।

আরও পড়ুনঃ পুতিনের সঙ্গে সংলাপে বসতে রাজি জেলেনস্কি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। এই রোগ যে কোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। এটি মারাত্মক আকার ধারণ করলে রোগীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হতে পারে।

এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো– জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা। মেনিনজাইটিসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা হলো এর টিকা নেয়া।

মাসুদুজ্জামান রাসেল