হলশাখার সভাপতি আতিকা বিনতে হোসাইনকে হল থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একটি দল হলশাখার সভাপতি আতিকা হোসাইনকে টেনে-হিঁচড়ে হল থেকে বের করে দিচ্ছেন। এ সময় তারা ছাত্রলীগনেত্রীর উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কিছু শিক্ষার্থীকে গালিগালাজ করতেও শোনা যায়।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২টার দিকে এমন ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে
রোকেয়া হলের শিক্ষার্থীরা বলেন, আতিকা বিনতে হোসাইনকে আজ হল থেকে বের করে দেওয়া হয়েছে। তার অবস্থান এখন রাজপথে। হলের সাধারণ মেয়েরা মিলে এই উদ্যোগ নিয়েছে।