হাটে চাহিদা বেশি ছোট গরুর, দুচিন্তায় বিক্রেতা
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা।এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। তবে এবার অন্য বছরের তুলনায় পশুর হাটগুলোতে ছোট আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি, এরপরই রয়েছে মাঝারি গরুর চাহিদা। বড় সাইজের গরু নিয়ে এসে দুশ্চিন্তায় পড়েছেন ব্যাপারীরা।
স্থায়ী-অস্থায়ী হাটের মধ্যে জগন্নাথপুর বাজার, ভবের বাজার, রসুলগঞ্জ বাজার, রানীগঞ্জ বাজার, মিরপুর বাজার, কেশবপুর বাজারসহ কয়েকটি বাজারে ছোট ও মাঝারি সাইজের গরুর ক্রেতা সবচেয়ে বেশি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তা জানা যায়। এর
মধ্যে যারা ছোট আকারের গরু নিয়ে বাজারে এসেছেন তাদের বিক্রি ভালো হচ্ছে।