৭ দিনের রিমান্ডে শাজাহান খান

 

ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ খোকন মিয়া। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন শাজাহান খান।