৭-০ গোলের বিশাল বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা

গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি বার্সেলোনা৷ তাই মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাবটির কোচের পদ থেকে সরে দাঁড়ান জাভি হার্নান্দেজ। এরপর বার্সার দায়িত্ব নেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। তার অধীনে মৌসুমের শুরুতেই যেন দুর্বার হয়ে উঠেছে কাতালানরা। সবশেষ ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে তারা গোল উৎসব করেছে রিয়াল ভায়াদোলিদের জালে। এতে লা লিগায় টানা চতুর্থ জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা।

ম্যাচের মাত্র চার মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা, গোল পোস্টে লাগে ওলমোর ছয় গজ দূরত্ব থেকে নেওয়া ভলি। এরপর দশম মিনিটে তার করা গোলও কাটা পড়ে অফসাইডে। রাফিনিয়ার নিচু শট গোলরক্ষকের সামনে বাধা পাওয়ার পর ওলমো ফের জালে পাঠিয়েছিলেন।

২০ মিনিটে পাউ কুবার্সির মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ যখন বিরতির দিকে এগোচ্ছে, তখন ফের গোলপোস্টে বল লাগার হতাশায় পোড়েন ওলমো। পরে যোগ করা সময়ে কর্নার থেকে পাওয়া বলে কোণাকুণি শটে ফরাসি ডিফেন্ডার কুন্দে স্কোরলাইন করেন ৩-০।

রাফিনিয়া অবশ্য বেশিক্ষণ আক্ষেপ রাখেননি, ৬৪ মিনিটে জটলার মধ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। মিনিট আটেক পর পূর্ণ করেন হ্যাটট্রিকও।

এরপর ওলমো গোল করেন ৮২তম মিনিটে। প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে আরও এক ডিফেন্ডারকে কাটান। পরে জালকে বলের ঠিকানা বানিয়ে নেন। ভায়াদোলিদের জালে শেষ গোলটি আসে ৮৫ মিনিটে।

লেভার বদলি নামা তোরেস রাফিনিয়ার পাস ধরে বক্সে ঢোকেন, এরপর সপ্তম গোল এনে দেন বার্সাকে। এ নিয়ে চার ম্যাচের সবকটিতে জিতেই দলটি ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান করছে।