বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে আজ (রোববার) শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বন্যার কারণে এবার সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা বোর্ড ছাড়া বাকি ১০টি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেবাস সংক্ষিপ্ত হলেও তিন ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হচ্ছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।
সকাল থেকেই বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে গিয়ে বিড়ম্বনায় পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের পর কেন্দ্রে পৌঁছান।
>