বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ-ভারত কে নিতে হবে যৌথ উদ্যোগ: এমপি মানিক
সুনামগঞ্জের ছাতকের ১৭টি গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার ত্রাণ বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার চন্দ্র শেখর।
এসময় মানিক ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের অবহিত করে বলেন, ভারতের মেঘালয়ের বৃষ্টির পানিই আমাদের বন্যার কারণ।
তিনি বলেন, পাহাড় থেকে নেমে আসা পাথর উত্তোলনসহ নদী খনন করতে হবে।
সিলেট অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ ভারতকে যৌথ উদ্যোগে পরিকল্পিত কাজ করতে হবে।
বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ প্রসঙ্গে এমপি মানিক বলেন, বিপদ আপদে যে প্রতিবেশী সহযোগিতার হাত বাড়ায়, পাশে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী
বাংলাদেশের দুর্দিন দুর্বিপাকে সবসময় পাশে দাঁড়িয়ে ভারত প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে। সরকারের পাশাপাশি বেসকারিভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসলে অতীতের ন্যায় এবারও আমরা দ্রুত বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।
>