সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
সোমবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা ‘সারা বাংলা খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘আদায় হবে দাবি, পথ দেখাবে শাবি’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটাপদ্ধতির ঠাঁই নাই’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’, ‘বৈষম্যর বিরুদ্ধে লড়াই করো এক সাথে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এমন স্লোগান দিতে থাকেন। এসময় শ্লোগানের পাশপাশি শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করছেন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
>