যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে, তাহলে ব্যাবস্থা নিবে পুলিশ

কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এ কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বিকেল ৩টার পর থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা।

তার মধ্যে পুলিশ করে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের পর পুলিশ জানায়,কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী ৪ সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। এরপরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সর্বশেষ গতকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথ, রেলপথ অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। এতে করে দুপুর থেকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। বিশেষ করে রাজধানীতে জনজীবন প্রায় স্থবির হয়ে উঠেছিল।