গুমোট পরিস্থিতি সৃষ্টি রাজধানীতে
১১ ঘণ্টা ধরে কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে আসায় সড়কে রীতিমতো যানজটও শুরু হয়েছে। এর মধ্যেই হঠাৎ গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ করার খবর ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি দিয়ে গুজবও ছড়ানো হয়। তাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে যায়। আতঙ্কে অনেকে দোকানপাট বন্ধ করে দেন, সড়কও ফাঁকা হয়ে যায়। এমন বাস্তবতায় হঠাৎই রাজধানীজুড়ে এক গুমোট পরিস্থিতি দেখা যায়।
গতকাল রাজধানীর অন্তত ৭টি পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। ‘কোটা সংস্কারের’ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মাঠে নামার চেষ্টা করেন তারা। এর মধ্যে মিরপুর ইসিবি চত্বরে লাঠিচার্জ করে পুলিশ তাদের উঠিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন:
কোটা সংস্কার আন্দোলনের দাবি পূরণ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তবে পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এই শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সোমবার রাস্তায় নেমে ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে। এজন্য জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।