বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট থেকে মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে আসার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।
সারাদেশে ছাত্রজনতার উপর হত্যা, গণগ্রেপ্তার, হামলা-মাশরা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিজার দাবিতে এক ছাত্রজনতার ৯ দফা দাবি আদায়েরলেক্ষ্যে বুধবার সকাল ১১ ‘মার্চ ফর জাস্টিস’ র্যালি শুরু হবে। শাবি গেইট থেকে শুরু হয়ে এ র্যালি নগরের কোর্ট পয়ন্টে পর্যন্ত আসবে।
>