স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকাগামী ও ঢাকামুখী সব ট্রেন আটকা পড়ে।
পরে ১৯ জুলাই জননিরাপত্তার স্বার্থে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
মোহাম্মদ আনোয়ার বলেন, কমলাপুর স্টেশনে সকাল থেকে তিনটি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। এরপর ছেড়েছে ৭টা ২০ মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে বেলা ৩টায়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও সহিংসতার মধ্যে ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার এ তথ্য জানিয়েছেন। তবে প্রথমদিন যাত্রী সংখ্যা কিছুটা কম বলে জানা গেছে।
>