ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বিএনপি ও ক্র্যাব

সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

সোমবার রাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদল দুর্বৃত্ত জোরপূর্বক ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ভবনে ঢুকে লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে।

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ 24 চ্যানেল, টি-স্পোর্টস এবং ক্যাপিটাল এফএম রেডিও-এর কার্যালয় অবস্থিত মিডিয়া হাউসে হামলায় অভ্যন্তরীণ সজ্জা, আসবাবপত্র, কম্পিউটার, এসি এবং অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন ভাংচুর করেছে দাবি করে রিজভী বলেন, গণতন্ত্রের পথে অগ্রযাত্রার মসৃণ যাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে অশুভ শক্তি এই হামলা চালিয়েছে।

বিএনপি হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।

এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)ও এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।