মেনন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আলী হায়দার আজ দুপুরে গোয়েন্দা কার্যালয় থেকে সাবেক মন্ত্রীকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মেননকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের সময় চেয়েছিলেন, এবং আসামিপক্ষ তার জামিন চেয়ে আবেদন জমা দেয়।

শুনানির পর, আদালত সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা মেননকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইওকে পাঁচ দিন সময় দেয়।

বৃহস্পতিবার গুলশান এলাকা থেকে গোয়েন্দারা তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা এলাকায় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ছাত্র ও জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামির সরাসরি নির্দেশে পুলিশ গুলি চালায়।