সিলেটের ২৮ বছরের একজন যুবক নিখোঁজ
গতকাল দুপুর ১২.৩০ টা থেকে দুপুর ১.৩০ নাগাদ সিলেট শহরের মিরাবাজার থেকে মনিপুরী সম্প্রদায়ের একজন যুবক নিখোঁজ হন। তিনি ডাচ বাংলা ব্যাংকের একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি মিরাবাজার এটিএম বুথ থেকে টাকা জমা দেয়ার পর তার পাশে থাকা টং এ চা খাইতে জান বলে জানা যায়। কিন্তু চা খেতে গিয়ে উনি আর ফিরে আসেননি এখন পর্যন্ত উনার কোনো খোজ নেই বলে আমরা জানতে পেরেছি
এলাকার বাসীর কাছ থেকে জানা যায় নিখোজ হওয়া ব্যাক্তি দিলীপ রাজকুমার ও শচী রাজবংশীর পুত্র।
আমরা আরও জানতে পারি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো ফর্মাল শার্ট ও কালো প্যান্ট।
এলাকাবাসীরা তাকে খুজতেছে বিভিন্ন সিসিটিভি ফোটেজ সংগ্রহ করেছেন বলেও জানা যায় এবং নিখোঁজ এর পর তারা পুলিশের কাছে জিডি করেছেন বলে এ বিষয় আমাদের জানান এলাবাসী।