কী বলেছেন জামিল আহমেদ বোরকা পরা নিয়ে?

 

গত শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’ নামে একটি প্লাটফর্ম আয়োজিত এক মতবিনিময় সভায় জামিল আহমেদ সমসাময়িক থিয়েটারচর্চা নিয়ে নানা বক্তব্য দেন।

২০২৪ সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে?’- এমন একটি বক্তব্যকে ঘিরেই মূলত এই বিতর্কের সূত্রপাত। তবে যারা এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পোস্ট লিখছেন, এমন কয়েকজন কেবল বক্তব্যের এই অংশ দেখেই বিক্ষুব্ধ হয়েছেন। তারা জানেন না কবে কোথায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

শিল্পকলা একাডেমিতে জামায়াতপন্থীদেরও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, “শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইবো সেখানে জামায়াত যেন আসে, এজন্য যে বলুক না জামায়াত- কেন ২০২৪ সালেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন ২০২৪ সালে শরীয়তি রাষ্ট্রব্যবস্থা দরকার?”

কেউ যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় বোরকা পরবে, সে পরবে। কারো ইচ্ছে না হলে পরবে না। কারো ইচ্ছে হলে অন্য কিছু পরবে। এটা আমার বক্তব্য।-বলছিলেন সৈয়দ জামিল আহমেদ।