ফ্যাসিস্টদের সরিয়ে দক্ষ জনবল নিয়োগ করছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ
অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন থেকে ফ্যাসিস্টপন্থীদের সরিয়ে দক্ষ, যোগ্য এবং সৎ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “জনপ্রশাসনে ফ্যাসিবাদী পৃষ্ঠপোষকতাকে নির্মূল করে জনকল্যাণে নিবেদিত একটি দক্ষ প্রশাসন গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ কাজে সফল হতে হলে নাগরিকদেরও প্রাসঙ্গিক তথ্য দিয়ে সরকারের পাশে থাকতে হবে।”
তিনি সরকারের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমলাতান্ত্রিক জটিলতাকে পেছনে ফেলে জনগণের স্বার্থে কাজ করুন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে আসুন।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ দেশের রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “গণঅভ্যুত্থান আমাদের যে চেতনা দিয়েছে, তা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, প্রশাসনিক প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে হবে।”