প্রতিবেশীদের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একই অভিযোগের কয়েক ঘণ্টা পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রতিবেশী দেশগুলো যাতে তাদের উদ্বেগের বিষয়ে সঠিক তথ্য পায় সেজন্য খাঁটি সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার রংপুরে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আলম। তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।
আগের দিন ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়ার একটি অংশ বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে, আবার কেউ কেউ তাদের পদাঙ্ক অনুসরণ করছে।
>