আইনজীবী সাইফুল হত্যা: প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার

 

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বৃহস্পতিবার ভোরে গ্রেফতার হয়েছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন জানান, কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে অভিযুক্ত চন্দন (৩৫)কে ভৈরব ও চট্টগ্রাম কোতোয়ালি পুলিশের যৌথ দল গ্রেপ্তার করেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলমেট, কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরা চন্দন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ঝগড়ার সময় সাইফুল ইসলামকে একাধিকবার ছুরি দিয়ে আক্রমণ করেছে। ওসি বলেন, হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আসামিকে দ্রুত চট্টগ্রামে নিয়ে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

26 নভেম্বর, রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর সংঘর্ষ শুরু হয়। সহিংসতার ফলে আইনজীবী সাইফুল ইসলামকে আদালত চত্বরের বাইরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

উপরন্তু, তার ভাই 115 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।