সিলেটের দক্ষিণ সুরমার কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত কাচ্চি ডাইন রেস্টুরেন্টনকে এ জরিমানা করা হয়।

অভিযানে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

আরও পড়ুনঃ নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি

এ সময় তিনি বলেন সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত বিভিন্ন ধরনের মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।

আগামীতে এ ধরনের অপরাধ না করতে সতর্ক করা হয়। সিলেটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দেবানন্দ সিনহা। অভিযানের সময় সিলেটের খাবার ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পুলিশসহ প্রশাসনের কমকতারা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান রাসেল