গোলাগুলির শব্দে ফের কাঁপছে তমব্রু সীমান্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। হঠাৎ একটি গুলি তমব্রু এলাকায় হাসান নামের এক বাসিন্দার বসতবাড়িতে এসে পড়েছে।
গেল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের ওই পাড়ে মিয়ানমার সেনা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ সেখান থেকে গোলাগুলির শব্দ আসেনি। বৃহস্পতিবার রাত থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যায়। এসময় একটি গুলি স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের তুমব্রু এলাকার বসতবাড়িতে এসে পড়ে। রাতভর থেমে থেমে শোনা যায় গোলাগুলির শব্দ।
আরও পড়ুনঃ দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ লাগালো বিএসএফ
স্থানীয় বাসিন্দা মো. ওসমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের ওই পাড়ে খুব গোলাগুলি হচ্ছে। গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে এখানে। সারারাত আতঙ্কে কেটেছে।
এদিকে স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে একটি গুলি এসে পড়েছে। বিকট শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে বের হয়ে দেখি গুলিতে বাড়ির টিনের একাংশে কাটা পড়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তে যে বাড়িতে গুলি এসে পড়েছে, সেখানে আমাদের টিম গিয়েছে। গুলিটি উদ্ধার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়েছে। একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
>