কানাডা-মেক্সিকোকে দেয়া হুমকি বাস্তবায়নের পথে ট্রাম্প

নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, প্রতিবেশী এই দুই দেশ থেকে আসা বহু সংখ্যক নথিবিহীন অভিবাসী, বাণিজ্য প্রতারণা ও ফেন্টানিল মাদক পাচারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ।

এছাড়া চীনা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে বিস্তারিত তিনি কিছু বলেননি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনকে নিয়েও আমি কিছু ভাবছি কারণ তারা আমাদের দেশে ফেন্টানিল পাচার করে। আর এই কারণে হাজার হাজার মৃত্যুর জন্য দায়ী তারা।

আরও পড়ুনঃ গুয়ান্তানামো বেতে ৩০ হাজার অভিবাসীকে রাখার পরিকল্পনা ট্রাম্পের

গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, তিনি শপথ নেয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছিলেন, ‘মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল মাদক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে।’

প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ট্রাম্প। শপথের পরেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন। তবে সেইদিন মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের জন্য নির্বাহী আদেশে সই করেননি। তবে সর্বশেষ ট্রাম্প জানিয়ে দিলেন, ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো-কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে।

মাসুদুজ্জামান রাসেল