বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

বিয়ে করতে এসে অনুষ্ঠানে বর নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভারতের নয়া দিল্লিতে ঢাক-ঢোল নিয়ে বিয়ে করতে গন্তব্যে পৌঁছান বর। চারদিকে সবাই আনন্দে মেতে উঠে। এক পর্যায়ে সকলেই নাচানাচি শুরু করে। উভয় পক্ষই নাচানাচিতে মেতে উঠে। বরকেও নাচতে অনুরোধ করেন সবাই।

সবার অনুরোধে নাচের লোভ সামলাতে না মেরে ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গানে নাচেন বর। অনুষ্ঠানের সকলেই আনন্দ সহকারে উপভোগ করছিলেন। কিন্তু বরের এমন আচরণ পছন্দ হয়নি কনের বাবার।

এমন গানে নাচায় হবু জামাইয়ের আচরণে রেগে যান তিনি। পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অসন্তুষ্ট হয়ে ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই ভেঙে ফেলেন। গত ১৬ জানুয়ারি ঘটেছে এই ঘটনা।

আরও পড়ুনঃ আপনার প্রিয়জনকে স্পেশাল ফিল করাবেন যেভাবে

নবভারত টাইমস জানিয়েছে, এমন গানে বরের নাচানাচি কনের বাবার কাছে একদমই পছন্দ হয়নি। বাবার এমন সিদ্ধান্তে বিয়ের আসরেই কান্নায় ভেঙে পরেন কনে। কাঁদতে কাঁদতেই বিয়ের আসর থেকে উঠে যান।

তবে হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাতে কোনোভাবেই তিনি তার মন গলাতে পারেননি।

কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বিয়ে বাতিল করেও কনের বাবার রাগ কমেনি। বরের পরিবারের সঙ্গে মেয়ের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

এদিকে এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

মাসুদুজ্জামান রাসেল