ফের উত্তেজনা বাংলাদেশ-ভারত সীমান্তে

কয়েক দিনের ব্যবধানে ফের উত্তপ্ত বাংলাদেশ-ভারত সীমান্ত। এবার পশ্চিমবঙ্গের উত্তর জেলা কোচবিহারের গিতালদহের নারায়ণগঞ্জ বিওপি এলাকায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনা ঘিরে তুমুল উত্তাপ ছড়িয়েছে পুরো সীমান্ত এলাকায়।

আরও পড়ুনঃ বিনামূল্যে শিশু ক্যান্সারের ওষুধ দেবে ডব্লিউএইচও

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করার সময় তিন বাংলাদেশিকে ধাওয়া করে বিএসএফের টহলরত বাহিনী। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিশাল ফোর্স নিয়ে ওই এলাকায় যান বিএসএফের কর্মকর্তারা।

এদিকে ঘটনার পর দুই পারের বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দেয়া শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

মাসুদুজ্জামান রাসেল