এবার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘কাছের মানুষ দূরে থুইয়া’
অডিও ডেসক্রিপশন বা ধারা বর্ণনার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের সিনেমা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। এবারের ভাষার মাসে সিনেমাটি উপভোগ করতে পারছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। এ জন্য বেছে নেয়া হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি।
তাসনিয়া ফারিণ-প্রীতম হাসান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সংলাপগুলো ঠিক রেখে পুরো সিনেমাটি বর্ণনা করা হয়েছে। চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত, স্থানের ধারা বর্ণনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন ভার্সনের সিনেমাটি। এতে ধারা বর্ণনা দিয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার এবং ধারা বর্ণনাটি লিখেছেন সিদ্দিক আহমেদ।
আরও পড়ুনঃ সিকান্দারের নতুন পোস্টারে অ্যাকশনের আভাস দিলেন সালমান
‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি রোমান্টিক গল্প। লং ডিসট্যান্স রিলেশনশিপে পরস্পর থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত প্রেমিক-প্রেমিকার গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার চিত্রায়ণ করেছেন পরিচালক। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ওটিটিতে মুক্তি পায় সিনেমাটি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিনেমা নিয়েই বেশি আলোচনা হয়েছে।
২১ থেকে ২৩ ফেব্রুয়ারি নতুন এই সংস্করণ ফ্রিতে উপভোগ করা যাবে মাইজিপি অ্যাপে। এ উদ্যোগ নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘দর্শক দেখবে বলেই আমরা কাজ করি। কিন্তু ভেবে দেখি না, সবার দেখাটা এক না। এ জন্য চরকি ও গ্রামীণফোন দারুণ পদক্ষেপ নিয়েছে। আমার ছবিটি এখন উপভোগ করা যাবে দেখার ভাষায় অর্থাৎ অডিও ডেসক্রিপশনসহ।’
সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। ২ ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় আরো অভিনয় করেছেন- রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরো অনেকে।
>