বাড়তি ভ্যাট দিতে হবে না সুপারশপে

সুপারশপের কেনাকাটায় ক্রেতাকে পাঁচ বা সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে, তা দিলেই চলবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনায় এনবিআর বলেছে, সুপারশপ কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) পণ্য সরবরাহ করা হলে ঐ মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার কাছ থেকে আদায়ের সুযোগ নেই।

আরও পড়ুনঃ রমজানে ব্যাংকে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

এছাড়া ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো আইনের অন্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ রেয়াত নিতে পারবেন। তবে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট প্রদান করা হলে রেয়াত গ্রহণের আইনগত সুযোগ নেই।

সুপারশপে এত দিন ধরে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো দুই শতাংশ, কখনো বা পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।

এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৫ শতাংশ ভ্যাট হলে তা খুচরা মূল্যে অন্তর্ভুক্ত থাকবে। এতে সুপারশপের মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে।

মাসুদুজ্জামান রাসেল