কানাডায় প্রবাসী নারীদের ভিন্ন ধারায় মিলনমেলা!
কানাডার টরন্টোর স্কারবারো শহরে অনুষ্ঠিত হয়েছে ‘ভিন্ন ধারায় মিলনমেলা’। রোববার (২ মার্চ) সকালে শহরের প্রায় ৬০ জন নারী এতে অংশ নেন। ব্যতিক্রমী এই আয়োজন করেছিলেন প্রবাসী নারী তানিজা রেজা।
আয়োজক তানিজা জানান, ‘আমাদের জন্য এটা ছিল ভিন্ন একটা দিন। সকাল ১০ টায় সেজেগুঁজে আমরা চলে গিয়েছিলাম স্কারবোরো এর রূপসী বাংলা রেস্টুরেন্টে। নিজ উদ্যোগে আমি আয়োজন করেছি ভিন্ন ধারায় মিলন মেলা।’
আরও পড়ুনঃ কানাডার প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি ডলির রেকর্ড
তিনি বলেন, ‘এই আয়োজনে সায়রা আপু আর সেতু আপু ভলান্টিয়ার হিসেবে আমাকে সাহায্য করেছেন। আর অসংখ্য ধন্যবাদ বিসিসিবি উইমেন প্লাটফর্মকে। এই প্লাটফর্ম অনলাইন এ সমস্ত নারীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমার ‘ভিন্ন ধারায় মিলন মেলা’ এই উদ্যোগে তাদের অবদান অপরিসীম।’
তিনি আরো জানান, ‘এই মিলনমেলাতে কোনো প্রমোশন ছিল না, কোনো অফিসিয়াল স্পনসর ছিল না, না কোনো কমিটি। আমরা সবাই সবাই কে চিনেছি, সবার গল্প শুনেছি, সবাই নিজের নিজের স্পনসর। ব্রেকফাস্ট এর সর্বমোট বিল আমরা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি।’
অনুষ্ঠান শেষে ছিল কোরাস গান ও র্যাফেল ড্র।
>