ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীদের যে পরামর্শ দিলেন নায়ক রুবেল

সারাদেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না শিশুরাও। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। এমন পরিস্থিতিতে নারীর নিরাপত্তায় ‘কারাতে’ শিক্ষা প্রয়োজন বলে মনে করেন নন্দিত চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

গণমাধ্যমের সঙ্গে সম্প্রতি আলাপকালে রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খুবই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভাররা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’

আরও পড়ুনঃ হলিউড অভিনেত্রী পামেলা বাখের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় সবার শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি, ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার।

একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। তিনি যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবেন, তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

মাসুদুজ্জামান রাসেল