মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় শিশু মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. ইয়াসিন নামে এক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি শিশুটির মাদ্রাসার শিক্ষক। এর আগে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে। তিনি কয়েকদিন ধরে শিশুটিকে বলাৎকার করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশুটি নিপীড়নের শিকার হয়। পরে সে বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের এ বিষয়ে জানায়। তাদের মাধ্যমে আশপাশের লোকজনও বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর ইয়াসিনকে ধরে পিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে পিটিয়ে হত্যা

এদিকে ভুক্তভোগী এবং তার পরিবারের অভিযোগ, অন্তত তিনবার শিশুটিকে বলাৎকার করেন ওই শিক্ষক। এ খবর জানার পর শত–শত মানুষ মাদ্রাসার সামনে গিয়ে ভিড় জমান। তারা ইয়াসিনকে মারধর করেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সামনে উপস্থিত হয়ে সবার সামনেই ঘটনার বর্ণনা দিচ্ছে শিশুটি। তখন ইয়াসিনকে আরও মারধর করে উত্তেজিত জনতা। আর অভিযুক্ত শিক্ষক সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন।

মাসুদুজ্জামান রাসেল