‘অ্যাভাটার ৩’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পাবে জেমস ক্যামেরনের অ্যাভেটার ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমা। এ সিনেমার শো টাইম পূর্বের সিনেমার থেকে বেশি হবে বলে ক্যামেরন জানিয়েছেন।

সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, সিনেমাটি একটা সময় বুলেট ট্রেনের মতো দ্রুত গতিতে এগোচ্ছিল এবং আমরা চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে বিশ্লেষণ করতে পারছিলাম না। তাই আমার সহকর্মীদের বলেছি, সিনেমার চরিত্রগুলোকে আলাদা করে ফুটিয়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ বলিউডে অভিষেক পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের

এর ফলে শো টাইম দ্বিতীয়টির চেয়ে একটু দীর্ঘ হবে। এদিকে সিনেমাটির বিষয়ে চিত্রনাট্যকার আমান্ডা সিলভার বলেন, অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, দ্য ওয়ে অফ ওয়াটার পর্বের থেকে আলাদা একটি সিনেমা হতে চলেছে, কারণ এর গল্প শুধু অ্যাকশন ও ভিজ্যুয়াল পেকট্যাকলের বাইরে গিয়ে চরিত্রগুলোর গভীর বিশ্লেষণ নিয়ে কাজ করবে। যা দর্শকদের দারুণ একটা অনুভূতি উপহার দেবে।

নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি পূর্বের সিনেমায়। সিনেমাটিতে অভিনয় করছেন, জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।

মাসুদুজ্জামান রাসেল