স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতলো বাংলাদেশ নারী ফ্লোরবল দল
অলিম্পিক গেমসে কখনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে স্পেশাল অলিম্পিকে অনেক পদক রয়েছে লাল-সবুজদের। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার গেমস। ইতালির তুরিনে এবারের স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণপদক জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে সোনা জিতেছিল।
আরও পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের বিচার শুরু
ফ্লোরবলের ফাইনালে শনিবার (১৫ মার্চ) তুরিনে নারী ইউক্রেন দল কে ৪-২ গোলে হারিয়ে সেরা হয় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন একটি করে গোল করেন। এর আগে শুক্রবার সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আর একই দিন ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় ইউক্রেন।
দুই ধরনের অলিম্পিক গেমস হয় বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশ নেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকের প্রতি আসরে অসংখ্য পদক জয় করে বাংলাদেশ। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সব খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। শুধুমাত্র এতেই অংশ নেয় বাংলাদেশ দল।
>