কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১
কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
এ ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কানাডায় ভারতীয় দূতাবাস বলেছে, ছুরিকাঘাতের কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
আরও পড়ুনঃ কানাডায় নির্বাচনের ঘোষণা দিলেন কার্নি
দেশটির পুলিশ বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। শোকাহত পরিবারের সদস্যদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে আমরা স্থানীয় একটি সমিতির মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি।
এদিকে ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে অন্তত ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।
উত্তর আমেরিকার দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে শনিবার সকালে ক্লারেন্স-রকল্যান্ড এলাকায় এক ব্যক্তির মৃত্যু ও আরেকজনকে গ্রেপ্তারের খবর দেয়া হয়েছে। তবে ভারতীয় দূতাবাস যে ঘটনার কথা বলছে সেটি আর ক্লারেন্স-রকল্যান্ডের ঘটনা একই কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সিবিসি নিউজ জানিয়েছে, অন্টারিওর প্রাদেশিক পুলিশ রকল্যান্ডে বাড়তি পুলিশ সদস্য দেখা যেতে পারে বলে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
>