রাফার আরও ভেতরে ইসরায়েলি ট্যাংক
ফিলিস্তিনের পূর্ব রাফায় আরও গভীরে ট্যাংকবহর নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার তারা রাফার দক্ষিণ সীমান্তের কয়েকটি এলাকায় পৌঁছায়। গাজায় গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এ শহরে ১০ লাখের বেশি বাস্ত্যুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলায় মুখে অনেকেই রাফা ছেড়ে পালাচ্ছেন।
ইসরায়েলের আন্তর্জাতিক মিত্র ও বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের আহ্বান জানানো হচ্ছে। সতর্ক করে বলা হচ্ছে, এ ধরনের হামলায় সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে।
এদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার রাফায় হামলা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার করা অনুরোধের শুনানি নেবেন। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় ইসরায়েলের অভিযানের কারণে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টা আটকে গেছে।