গোয়াইনঘাট সীমান্তে প্রতিবাদ মুখর গ্রামবাসী, পিছু হটল বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি খেলার মাঠ দখলে এসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে সিলেটের পর্যটন এলাকাখ্যাত জাফলং নলজুরি আমস্বপ্ন গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তারা ওই গ্রামের ১২৭৭-৭৮ নম্বর সীমানা পিলার সংলগ্ন একটি খেলার মাঠ দখলের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিএসফকে বাধা দেয়।

আরও পড়ুনঃ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ৯৬ জনকে পুশইন

দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে। এ দৃশ্য দেখার পর স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন গ্রামবাসী এবং ‘দেশের এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেবোনা শ্লোগান’ দিতে থাকে। স্থানীয়দের তোপের মুখে একর্যায়ে পিছু হটে বিএসএফ। এ সময় লাঁঠিসোটা হাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় গ্রামের বাসিন্দারা।

এদিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, জয়েন্ট জরিপ অনুযায়ী ওই খেলার মাঠটি তাদের। কিন্তু গ্রামের সাধারণ মানুষ দেশের ভেতরের জায়গা নিজেদের মনে করে উত্তেজনা করে। বর্তমানে ওই খেলার মাঠটি অপদখলীয় ভূমি হিসেবে রয়েছে।

মাসুদুজ্জামান