টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মো. আলমগীর (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা।

সোমবার (১৬ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম। নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

আরও পড়ুনঃ বেনাপোলে রহস্যজনক মৃত্যু : একসাথে মিলল দম্পতির মরদেহ

এদিকে নূরে আযম জানান, আলমগীরের সাথে সি ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে পাঁজরের নিচে গুলি করে পালিয়ে যায়। 

পরে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। 

মরদেহটি টেকনাফ থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।  টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাসুদুজ্জামান