কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছেন। শুক্রবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডার করনীতিকে ‘স্পষ্ট হামলা’ আখ্যা দিয়ে তিনি এই আলোচনা বন্ধ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক হার নির্ধারণ করারও হুমকি দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ঘোষণায় ট্রাম্প এই পদক্ষেপের কথা জানান।
এদিকে বিবিসি জানায়, প্রতিবেশী দুই দেশ জুলাইয়ের মাঝামাঝি একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল। এর আগেও দেশ দুটি একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট এ বছরের শুরুর দিকে বাণিজ্যযুদ্ধ শুরু করেন এবং কানাডাকে প্রদেশ করার হুমকি দেন। দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলে।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির ফলে কানাডার দিকে ঝুঁকছে অভিবাসীরা
ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা অবিলম্বে বন্ধ করছি। আগামী সাত দিনের মধ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে কী শুল্ক দেবে, তা আমরা জানিয়ে দেব।’ সংক্ষিপ্ত মন্তব্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আলোচনা চলতে থাকবে। আমরা কানাডার স্বার্থেই এই জটিল আলোচনা চালিয়ে যাব।’
কানাডার ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গত বছর চালু হওয়া পরিষেবার প্রথম কর প্রদানের সময়সীমা সোমবার।
ব্যবসায়ী গোষ্ঠীগুলো অনুমান করছে, এই করের কারণে অ্যামাজন, অ্যাপল এবং গুগলের মতো মার্কিন কোম্পানিগুলোর বার্ষিক ২ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে।
>