আগামীকাল ভোরে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ডালাস শহরের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের গ্যালারির পুরোটাই আগামীকাল দখলে রাখবে বাংলাদেশী ও শ্রীলংকার ক্রিকেট সমর্থকরা। এ মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অল-এশিয়ান কিংবা অল-সাবকন্টিনেন্টাল লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
টি-টোয়েন্টির মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে রয়েছে শ্রীলংকা। ১৬ ম্যাচের লড়াইয়ে তারা ১১টি ও বাংলাদেশ ৫টি জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবারের দেখায় দুবারই জিতেছে শ্রীলংকা। ২০০৭ সালের আসরে জোহানেসবার্গে ৬৪ রানে ও ২০২১ সালে শারজায় ৫ উইকেটে জিতেছে লংকানরা। হাসারাঙ্গার দল কি বিশ্বকাপ রেকর্ডটা ৩-০ করে ফেলবে, নাকি ব্যবধান কমিয়ে ২-১ করতে সমর্থ হবেন নাজমুল হোসেন শান্তরা?
>