অম্বুবাচি উৎসব আজ

 

অম্বুবাচী। ঋতুমতী হয় ধরিত্রী। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, এই সময় সব দেবীরাই রজস্বঃলা হন। তাই এ সময় তিনদিন বন্ধ থাকে মন্দির। দেবীর মুখ থাকে কাপড়ে ঢাকা। এই সময় বর্ণাঢ্য মেলা হয় গুয়াহাটির সতীপীঠে। যদিও ভক্তদের জন্য এ সময় বন্ধ রাখা হয় কামাখ্যা মন্দির।

অম্বুবাচী শেষে তিন দিন পর রীতি মেনে খোলা হয় মন্দিরের দরজা। এই উপলক্ষ্যে মন্দির ও চত্বর সাজানো হয়েছে কয়েক হাজার প্রদীপ দিয়ে। আলোর মালায় সেজে উঠেছে গোটা এলাকা। ৫১ পীঠের অন্যতম এই পীঠে মা পূজিতা হন দশমহাবিদ্যা রূপে। অম্বুবাচীর সময় ৩দিন বন্ধ থাকে মন্দিরের দরজা। তারপর মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এখানে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় মায়ের প্রসাদী কাপড়। মনে করা হয়, এটি মায়ের ঋতুস্রাবকালীন রক্তে ভেজা কাপড়।

প্রতিবছরের মতো এবারও কামাখ্যা মন্দিরে নেমেছে ভক্তদের ঢল। প্রতিবছর সাধারণ মানুষের সঙ্গে বহু ভিআইপিদেরও সমাগম হয় মেলায়। তাই থাকে বিশেষ ব্যবস্থা।